র্যাবকে পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
র্যাবকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেছেন, র্যাবকে পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার রাখতে হবে। যাত্রীরা নির্বিঘ্নে যেন যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠন কীভাবে হবে, এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, এই ফোর্স থাকবে কিনা এবং কীভাবে অর্গানাইজড হবে সেজন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। একজন উপদেষ্টার নেতৃত্বে ৫/৬ সদস্যের কমিটি করা হয়েছে এবং সেখানে কয়েকটা বাহিনীর প্রধানদের মেম্বার করে দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া আরো একটা কমিটি করে দিয়েছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশের নেতৃত্বে।
এমএম/এমজে