সীমান্ত দিয়ে গবাদিপশু ঢুকলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের গবাদিপশু ঢুকতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সীমান্ত দিয়ে প্রচুর গবাদিপশু বাংলাদেশে ঢুকছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে সে বিষয়ে কী ব্যবস্থা নেবেন– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশেই প্রচুর গবাদিপশু আছে। ফলে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের গবাদিপশু ঢুকতে না পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুই একটা আসতে পারে কিন্তু সরকারি পর্যায়ে বা বিজিবির নজরে পড়েছে এরকম কোনো কিছু আমরা হতে দিচ্ছি না।
তিনি বলেন, গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার রাখতে হবে। যাত্রীরা নির্বিঘ্নে যাতে যেতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়।
এমএম/এসএসএইচ