রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি সাততলা বাসার ছাদ বাগানে পানি দিতে গিয়ে বোমা বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামে এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে নিয়ে আসা রুপক জানান, আমাদের বাসার সাততলার ছাদ বাগানে আঞ্জুমান ফেরদৌস পানি দেওয়ার সময় হঠাৎ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বোমা দেখতে পান। হঠাৎ সেটি বিস্ফোরিত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়েছে। তার হাত ও পেটের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসএএ/এসএসএইচ