প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

সরকারি এলপিজিরও বাড়তি দাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চার অঙ্গপ্রতিষ্ঠান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস কিনে বিক্রি করেন তিন হাজারের বেশি পরিবেশক। সাড়ে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে পরিবেশকদের কোম্পানি পর্যায়ে বর্তমানে খরচ হয় ৭৮৪ টাকা। আরও কিছু খরচ যুক্ত হয়ে ভোক্তাদের কাছে বিক্রি করার কথা ৮২৫ টাকায়; কিন্তু বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়। বিপিসির একটি তদন্ত প্রতিবেদনেও দামের তারতম্যের বিষয়টি উঠে এসেছে।

কালের কণ্ঠ

বিপুল অর্থপাচারে সেভেন স্টার গ্রুপ

বাংলাদেশ থেকে গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটি। এই বিপুল অঙ্কের টাকার একটি বড় অংশই বিদ্যুৎ খাতের। ক্যাপাসিটি চার্জের নামে নেওয়া এই টাকাই পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার বিদ্যুৎ খাতে লুটপাটের পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে সংস্থাটি। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে, অর্থপাচারে ক্ষমতাচ্যুত সরকারের সাতজন ঊর্ধ্বতন ব্যক্তি সরাসরি জড়িত। এ ছাড়া বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রের অনুমতি পাওয়া কম্পানিগুলোর প্রায় সব কটির মালিকই অর্থপাচারে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

যুগান্তর

স্বাভাবিক পদায়নে ফ্যাসিবাদ আমলের বেশির ভাগ ওসি

জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি রাখতে ঢাকার ৫০ থানার ওসিরা ভয়ানক রকমের বেপরোয়া ছিলেন। ফ্যাসিস্টের দোসর হিসাবে তারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালায়। শত শত মায়ের বুক খালি করে। জুলাইয়ের রক্তের দাগ নিয়ে সেই ওসিদের অনেকেই এখনো বেশ ভালোভাবেই আছেন। পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে আন্দোলনকারী ছাত্র-জনতার মাঝে।

তারা বলেছেন, জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা এখনো কীভাবে বহাল আছেন-এমন প্রশ্ন তুলে আন্দোলনে যুক্ত একজন ছাত্র বলেন, তাদের পুলিশ বিভাগ থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে। 

কালের কণ্ঠ

শুধু ডাকসু, জাকসু ও রাকসুতে নির্বাচনী তোড়জোড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রায় সব ভিসিই প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত ছাত্রসংসদ নির্বাচনের। কিন্তু প্রায় ৯ মাস পার হলেও তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া ছাত্রসংসদ নির্বাচনে খুব একটা অগ্রগতি নেই।

সূত্র জানায়, এখন পর্যন্ত ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। সেখানে এই নির্বাচন নিয়ে অনেকেই সরব। তবে বিশেষ আইনে চলা চাকসু ও ইউকসু নির্বাচনে এখনো রূপরেখাই হয়নি। এমনকি ইউকসু নির্বাচনের ব্যাপারটি ভাবছেই না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যুগান্তর

শত বছর ধরে জেগে আছে সদরঘাট

সদরঘাট ঢাকার একটি নদীবন্দর। বুড়িগঙ্গার তীরে এই বন্দরকে ঘিরে উনিশ শতকে ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীর পাড়েই বই প্রকাশনার ঘাঁটি বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল, মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সদরঘাটের এমন একটি অবস্থা-যেখানে দিন-রাত সব সময় সক্রিয় থাকে মানুষ। তাই লোকমুখে প্রচলিত আছে সদরঘাট কখনো ঘুমায় না। শত বছর ধরে ব্যস্ত এই নদীবন্দর।

প্রথম আলো

অনতিবিলম্বে সীমান্তে পুশ ইন বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘পুশ ইনের’ (ঠেলে পাঠানো) ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। অনতিবিলম্বে পুশ ইন বন্ধের অনুরোধ জানিয়ে ৯ মে এই চিঠি পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

৭ ও ৮ মে পুশ ইন করার পর বাংলাদেশ ওই কূটনৈতিকপত্র পাঠায়। যদিও ২০০ থেকে ৩০০ ব্যক্তিকে খাগড়াছড়ি জেলার সীমান্তে জড়ো করা হয়েছে বলে জানা গেছে। যাদের মধ্যে ৭৮ জনকে ৯ মে বিএসএফ একটি জাহাজে করে সুন্দরবনের প্রত্যন্ত মান্দারবাড়িয়া চরে ফেলে গেছে।

বণিক বার্তা

বিডার নির্বাহী চেয়ারম্যান উড়ছেন, দেশী-বিদেশী বিনিয়োগ কমছে

২০২৪ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমান থেকে লাফ দেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তার ওই স্কাইডাইভ গিনেস বুকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পায় গত বছরের ১ জুলাই। এর কয়েক মাস পর ১২ সেপ্টেম্বর চৌধুরী আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

সমকাল

সংকটে চিকিৎসকের নাগাল পান না রোগী

উপকূলীয় জেলা বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। বছরের পর বছর ধরে চিকিৎসকসহ অন্যান্য জনবলের সংকটে ধুঁকছে প্রতিষ্ঠানটি। রয়েছে অবকাঠামোগত সমস্যাও। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তো আছেই, কোন্দলের শিকার হয়ে বদলি হচ্ছেন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীল ব্যক্তিরা। এতে ক্ষোভ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। 

শুক্রবার থেকে এই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি জেলার বামনা উপজেলার রামনা গ্রামের ইতি আক্তার। রোববার দুপুরে তিনি বলেন, ‘ডাক্তার সকালে একবার এসে দেখে যান। সারাদিনও আর ডাক্তার দেখি না। দুয়েকটি ওষুধ ছাড়া সব ওষুধ-স্যালাইন কিনতে হয় বাইরে থেকে।’

বণিক বার্তা

আওয়ামী লীগের খবর প্রকাশ করলে দুই থেকে সাত বছর শাস্তি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রকাশিত গেজেট অনুযায়ী, ২০০৯ সালের ১৬ নং আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ)-তে বলা হয়েছে, ‘উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোন মাধ্যমে যে কোন ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।’