চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধর্ষণ চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৪ মে) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার মো. দিদারুল ইসলাম পটিয়ার আশিয়া মল্লা পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোজাফফর হোসেন বলেন, দিদারুল ইসলাম পটিয়া থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি। তাকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরএমএন/এমএন