মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কাশেম নগর এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে মো. হোসাইন দেওয়ান (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আহত হোসাইন দেওয়ান মুন্সীগঞ্জ সদরের শ্রীনগর এলাকার মো. সামসু দেওয়ানের ছেলে।
আহতের ভাতিজা আব্দুল আলীম জানান, আমার চাচা দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। তিনি আর বিদেশে যাবে না। বাংলাদেশেই ব্যবসা-বাণিজ্য করবেন। দুপুরের দিকে বাড়ির পাশে রিয়াজুলসহ আরও ২ থেকে ৩ জন মাদক সেবন করছিলেন। এ সময় চাচা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াজুল ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তার অপারেশন চলছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তার অনেক রক্তক্ষরণ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
এসএএ/এসআইআর