তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা ও চাঁদনী হাউজিংয়ে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

অভিযানে ফতুল্লার পশ্চিম দেওভোগের সামাদ সড়ক এলাকায় আয়মান হোসিয়ারি অ্যান্ড কালার নামক ডাইং ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট থেকে কিল করা হয়। এ সময় মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চাঁদনী হাউজিং এলাকায় অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মেসার্স এম আর ইয়ার্ন ডাইংয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং চাঁদনী হাউজিং এলাকায় প্রায় ৭০০ ফিট অবৈধ বিতরণ লাইন অপসারণের মাধ্যমে ৬০০-৭০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওএফএ/এমএন