ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেলেন তিন উদ্যোক্তা
নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তরে বিশেষ অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও উৎসাহিত করতে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫’। এ বছর দুটি বিভাগে এই পুরস্কার পেয়েছেন দুই এসএমই উদ্যোক্তা এবং একটি কর্পোরেট প্রতিষ্ঠান।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসএমই বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (সিডিপি)-এর আওতাধীন ‘ট্রিপ্তি বুটিক হাউস’ এবং ‘ইকোয়লবি বাংলাদেশ’। কর্পোরেট বিভাগে বিজয়ী হয়েছে ‘আমান স্পিনিং মিলস লিমিটেড’। বিজয়ীদের প্রত্যেককে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এ বছর ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৭টি আবেদন জমা পড়ে। বিচারকমণ্ডলী কয়েক দফা যাচাই-বাছাই শেষে তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন সাপোর্ট-এর কান্ট্রি ম্যানেজার সুরাইয়া আক্তার, ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব ঘোষ রাহুল, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের আইএইচএআরটির গ্লোবাল রেজিলিয়েন্স অ্যাডভাইজার তানজির হোসেন এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।
টেকসই উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, পরিবেশ-বান্ধব অবকাঠামো, ন্যায্য রূপান্তর ও সবুজ কর্মসংস্থান এবং টেকসই ও জেন্ডার সংবেদনশীল উদ্ভাবন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এ বছর পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফারাহ্ কবির বলেন, বাংলাদেশে এই প্রথম এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই ও কর্পোরেট প্রতিষ্ঠানদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পুরস্কার টেকসই অর্থনীতি ও সবুজ পৃথিবী গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ ও মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে পর লোকসংগীত ও জ্যাজ সংগীতের পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এএআইবিএসের চেয়ারপার্সন ইব্রাহিম খলিল আল-জায়াদ।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানের সবকিছুই পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি। আমাদের এখন সবুজ জলবায়ু রূপান্তরের পথে এগোনোর সময় এসেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাকশনএইড অস্ট্রেলিয়ার বোর্ড চেয়ার বেলিন্ডা মরিস প্রমুখ।
এমএইচএন/এমএ