রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া আক্তার (২২)নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার নরসিংদী জেলার সদর থানার এনামুল হকের মেয়ে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় স্বামী রাকিবের সঙ্গে থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সায়েম জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি এক বছর আগে মো. রাকিব নামের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। সুমাইয়া এক মাস ধরে বাবার বাড়িতে থাকে। সুমাইয়া তার স্বামী রাকিবকে মোবাইলে কল দিয়ে তার বাবার বাসায় আসতে বলে। সুমাইয়ার বাবার বাসায় রাকিবের আসতে দেরি হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে রাগারাগি হয়। এর জেরে স্বামীর উপর অভিমান করে তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসএএ/এসআইআর