সামান্য বৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রামের জিইসি মোড়
সামান্য বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম মোড় জিইসি। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর আধা ঘণ্টার মধ্যেই পানিতে ডুবে যায় জিইসি মোড়ের সড়ক।
বিজ্ঞাপন
স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় জিইসি মোড়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তানিয়া ইসলাম নামে এক পথচারী বলেন, ‘অল্প কিছুক্ষণ বৃষ্টি তাতেই এই অবস্থা। চট্টগ্রামের ড্রেনেজ সিস্টেম অনেক বছর ধরেই বাজে। সাবেক মেয়রের ঘর পর্যন্ত ডুবে যায় পানিতে তাও এই সমস্যার সমাধান হয়নি এখনো। সামনে বৃষ্টি বাড়বে। এখন থেকেই কাজ করা না হলে চট্টগ্রাম আবারো পানিতে ডুবে যাবে। আমরা এর পরিত্রাণ চাই।
এমজে মাসুদ নামে আরেকজন বলেন, ‘এটা কীভাবে সম্ভব? কয়েক মিনিটের বৃষ্টিতে এত পানি!’
এদিকে বুধবার চট্টগ্রাম সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্রমান্বয়ে জলাবদ্ধতা শূন্যে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন।
আরএমএন/এমএ