নিরাপদে হাঁটা ও সাইকেল চালানোর পরিবেশ নিশ্চিত করতে ৮ দাবি জানিয়েছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ডা. সেলিম মাহমুদ চৌধুরী, কাজী বোরহান উদ্দিন, চন্দন লাহিড়ী, ডা. সামিদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার এনামুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতি চারজনের একজনের বেশি পথচারী ও সাইকেল আরোহী। তাই এ বছরের এই সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেক ওয়াকিং সেইফ, মেক সাইক্লিং সেইফ’। নিরাপদ হাঁটা ও সাইকেল চালনা যেমন দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে, তেমনি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখতে এবং নিরাপদ, টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আট দাবি-

১. দেশের সকল ফুটপাত ও সড়কগুলো পথচারীদের জন্য নিরাপদ করে তোলার উদ্যোগ গ্রহণ করা।

২. ফুটপাতগুলো এমনভাবে নকশা করা, যাতে তা হাঁটা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়।

৩. ফুটপাত থেকে হকার, নির্মাণসামগ্রী, ভ্রাম্যমাণ দোকান- ইত্যাদি উচ্ছেদের ব্যবস্থা করা।

৪. ফুটপাত দিয়ে মোটরসাইকেল ও সাইকেল চলাচল বন্ধ করা।

৫. শহর এলাকায় স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য হাঁটা ও সাইকেল চালানোর জন্য পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো তৈরি করা।

৬. সাইকেলকে পরিবেশবান্ধব ও নিরাপদ বাহন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া।

৭. পথচারীদের রাস্তা পারাপারে সতর্ক হওয়া, ফুট ওভারব্রিজ ব্যবহার করা, নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পার হওয়া- প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি হাতে নেওয়া।

৮. ব্যক্তিগত ও গণপরিবহনের চালকদের পথচারীবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

ওএফএ/এমএ