চট্টগ্রামের রাউজানের গুজরা এলাকায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উত্তর গুজরার আয়েশাবিবি পাড়ায় এ ঘটনা ঘটে। পরদিন (শনিবার) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয়।

আহত ব্যক্তি মো. ফোরকান (৪৮) রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।

স্থানীয়দের ভাষ্য, সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফোরকান। শুক্রবার রাতে তাকে এলাকায় দেখা গেলে কিছু যুবক ও কিশোর তাকে ধরে ফেলে। এরপর পিটিয়ে তার মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা পরিয়ে দেয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ফোরকানের বিরুদ্ধে মুনিরিয়া তাবলিগের কার্যালয় ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমআর/এমজে