শেরপুর উপজেলার হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদুল আজহার ৩য় দিন আয়োজিত অনুষ্ঠানের রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত। 

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তারা এই 01756-088818 মোবাইল নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বগুড়া জেলার শেরপুর উপজেলার হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ৩য় দিন। হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। বর্তমানে প্রায় ১০৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।

পুনর্মিলনীর আয়োজন ঘিরে প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দিত। নানা আয়োজনে দিনটি পালন করা হবে। র‍্যালি, কনসার্ট, আলোচনা সভা ও খেলাধুলাসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে।

আরএম/এমজে