সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ বাস্তবায়নে দুই কমিটি গঠন
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ বাস্তবায়নে 'মনিটরিং কমিটি' এবং 'বাস্তবায়ন কমিটি' গঠন করেছে সরকার।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ দুই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের একটি স্মারকে বাংলাদেশ সচিবালয়ে বর্তমান অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় ভবিষ্যতে সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে স্বল্পমেয়াদি ব্যবস্থাপনা (১-৬ মাস), মধ্যমমেয়াদি ব্যবস্থাপনা (৬-১২ মাস) এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা (১২ মাসের ঊর্ধ্বে) সম্বলিত সুপারিশগুলো বাস্তবায়নে 'মনিটরিং কমিটি' এবং 'বাস্তবায়ন কমিটি' গঠন করা হলো।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনিরুল আলমকে আহ্বায়ক করে ৭ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির কার্যপরিধিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশমালার আলোকে এ মন্ত্রণালয় থেকে গঠিত বাস্তবায়ন সংক্রান্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ; বাস্তবায়ন কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে সুপারিশ প্রণয়ন এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বিষয় সংক্রান্ত নীতিমালাগুলো সংশোধন, পরিমার্জন ও সংযোজন বিষয়ে সুপারিশ প্রণয়ন।
অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের ই/এম সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে আহ্বায়ক করে ৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির কার্যপরিধিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশমালার আলোকে কার্যক্রম বাস্তবায়ন; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে কার্যক্রমের সমন্বয় সাধন; স্বল্পমেয়াদি, মধ্যমমেয়াদি ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করে প্রতি মাসে এ মন্ত্রণালয়ে প্রেরণ।
এসএইচআর/জেডএস