তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ
চলতি দায়িত্ব থেকে তিতাসের গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পদে স্থায়ী দায়িত্ব পেলেন শাহনেওয়াজ পারভেজ।
সোমবার (১৯ মে) এক অফিস আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের আলোকে গত ১৭ মে অনুষ্ঠিত পেট্রোবাংলা পরিচালনা বোর্ডের ৬০৮তম সভার সিদ্ধান্ত এবং অনুমোদন মোতাবেক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।
একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহনেওয়াজ পারভেজকে কাজের স্বার্থে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালীন গত বছরের ৯ সেপ্টেম্বর শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেয় সরকার।
সে সময় আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে জিটিসিএল থেকে বদলিপূর্বক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হলো।
আদেশে আরও বলা হয়, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না।
এ ছাড়া চলতি দায়িত্ব দেওয়ার পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার পূর্বতন পদ বা মূল পদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।
তবে এবার শাহনেওয়াজ পারভেজকেই চলতি দায়িত্ব থেকে পূর্ণমাত্রায় ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করেছে সরকার। চলতি দায়িত্ব থাকাকালীন তিনি গ্রেড-৩ (৫৬৫০০-৭৪৪০০) স্কেলে বেতনভুক্ত ছিলেন। পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি গ্রেড-২ (৬৬০০০-৭৬৫৯০) বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয়েছেন।
ওএফএ/এসএসএইচ