নিয়োগ প্রক্রিয়া বাতিলের ব্যাখ্যা দিল রাজউক
সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনেকে উল্লেখ করছে যে, রাজউকের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ১১৮টি পদের সব নিয়োগ বাতিল করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর।
মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যা দেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ১৯ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় ক্রমিক নং- ১ হতে ৩০ এ বর্ণিত ১১৮ টি পদের বিপরীতে ২৫,১৬৬ জন চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের তত্ত্বাবধানে ৯ মার্চ, ২০২৪ থেকে ০৩ জুন, ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে ১১৮ টি পদের মধ্যে ক্রমিক নং- ১ হতে ১৭ এর অন্তর্ভুক্ত ৯ম ও ১০ম গ্রেডের ১৭ টি ক্যাটাগরির ৯০ টি পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত ৯০ জনের মধ্যে ৮৫ জন ও পরবর্তীতে প্যানেল থেকে ৫ জন রাজউক এ যথাসময়ে যোগদান করেন এবং বর্তমানে রাজউক এ কর্মরত আছেন। বিজ্ঞপ্তির ক্রমিক নং- ১৮ হতে ৩০ এর অন্তর্ভুক্ত, অবশিষ্ট ২৮টি পদের জন্য কোনো নিয়োগ পরীক্ষা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ১২ মে, ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৮ হতে ৩০ পর্যন্ত অবশিষ্ট উক্ত ২৮টি পদের নিয়োগ কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাতিল করা হয়, যা বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
এএসএস/এআইএস