জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে : ডা. শাহাদাত
শিল্পাচার্য জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীন শুধু একজন চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন এ দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার চিন্তা ও কল্পনাশক্তি, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা– সব কিছুই আজকের শিশুদের জন্য অনুকরণীয়। আমাদের শিশুদের মধ্যে সেই সৃজনশীল চেতনার বিকাশ ঘটাতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ মে) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিশু সংগঠক আবদুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত ১৮তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডা. শাহাদাত আরও বলেন, ‘আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাদের শৈশব থেকেই সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। চিত্রাঙ্কন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন শিল্পকর্মের মধ্য দিয়ে শিশুদের চিন্তার জগৎ প্রসারিত হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী সব শিশুকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের আয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকব। আমি আশা করি, ভবিষ্যতেও চট্টগ্রামে শিশুদের জন্য সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন আরও বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আরএমএন/এসএসএইচ