মেয়র হইবো কেডায় সরকার আদালত দেখুক, মানুষ কেন ভুগবে?
মেয়র হইবো কেডায়! সেইডা বইসা ঠিক করন যায়। সরকার আছে, আদালত আছে, তাই বইলা রাস্তা আটকায়া আন্দোলন। মানুষ কেন ভুগবে সড়কে, তাইলে আর কি পরিবর্তন হইলো? কাকরাইলে জ্যামে বসে থাকা মধ্যবয়সি সিএনজি অটোরিকশা যাত্রী আকরাম হোসেন এভাবেই ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, ঢাকা দিনকে দিন যেন আন্দোলন শহর হইয়া যাইতাছে। সরকারকে দাবি মানাতে বাধ্য করার জন্য সবাই যেন রাস্তাটাই আটকে রাখার কৌশল নিতাছে। গত ২/৩ মাসে দেহেন প্রতিদিন কেউ না কেউ রাস্তা আটকায়া স্লোগান দিছে। আমরা তাইলে কই যামু?
গত কয়েকদিনের ন্যায় আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীতে নেমেছেন ইশরাকপন্থি নেতাকর্মীরা। আজ তারা মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন। যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট পুরো এলাকায়। স্থবির হয়ে পড়েছে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ ও মৎস্য ভবন থেকে চলাচলকারী রাজধানীর অন্যান্য সড়ক। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন কর্মমুখী ও গন্তব্যগামী সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বুধবার (২১ মে) দুপুরে পল্টন, শাহবাগ, বিজয় সরণিসহ আশেপাশের কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশেপাশে জড়ো হতে থাকেন ইশরাকপন্থি নেতাকর্মীরা। বেলা ১১টার পরপরই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন তারা। সড়কে দীর্ঘ যানজট লেগে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছেন। কোনো কোনো গণপরিবহন আবার যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে।
বিজ্ঞাপন
রাজধানীর পল্টন থেকে শুরু করে শাহবাগমুখী এবং মৎস্য ভবন থেকে শাহবাগ, পল্টন-গুলিস্তানমুখী সম্পূর্ণ সড়কে বন্ধ আছে যান চলাচল। গণপরিবহন চালকরা যানবাহন বন্ধ করে বসে আছেন। অধিকাংশ গাড়ি থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। ২/৩টি জায়গায় ট্রাফিক পুলিশ ডাইভারশন দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও চাপ বেশি হওয়ায় গতি কমেছে যান চলাচলে। যানজটের চাপের প্রভাব পড়েছে অলিগলিতেও। স্কুল ফেরত শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
বাসের টিকিট নিতে কল্যাণপুর যাবার উদ্দেশ্যে দুপুর ১২টায় বের হয়ে বিপাকেই পড়েছেন হোসাইন তারেক নামে এ পাঠাও মোটরসাইকেল যাত্রী। তিনি বলেন, হেয়ার রোড বন্ধ, মৎস্য ভবন মোড় বন্ধ। ঘুরে যে বিকল্প লেন ধরবো সে উপায়ও নাই চালকের। এক ঘণ্টার ওপরে আটকা। বাধ্য হয়ে বাইক ছেড়েছি। হেঁটে যাব শাহবাগ। এরপর বাস ধরে কল্যাণপুর।
সৈয়দ রোকন নামে এক পথচারী বলেন, এভাবে কি রাস্তায় চলাচল করা যায়? প্রতিদিন আন্দোলন, কালকে গার্মেন্টস আজকে আরেক গ্রুপ। কই যাবো আমরা? বাসে উঠবো কেমনে। বাসের চাকা তো ঘুরে না।
রমজান পরিবহনের হেলপার বলেন, আমরা বিপাকে আছি। আন্দোলনের নামে প্রায় দিনেই অবরোধ, রাস্তা বন্ধ করা হচ্ছে। যাত্রীরা নেমে যাচ্ছে। আমরা চলবো কেমনে।’
রমনা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার(ডিসি) শফিকুল ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীতে নেমেছেন কয়েকশ মানুষ। তারা মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন। স্বাভাবিকভাবেই এ এলাকায় যানচলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আমরা যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছিস ডাইভারশন করে দিচ্ছি। তারপরও হেয়ার রোড, মৎস্য ভবন রোড ও কাকরাইল মোড় এলাকায় যান চলাচলে গতি ফেরেনি। রাস্তার অবরোধ না ওঠা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক করা কঠিন।
জেইউ/এআইএস