গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কর্মরত উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) (চলতি দায়িত্ব) (রিজার্ভ) আবদুল্লা আল মামুনকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণে ছিলেন। কিন্তু প্রেষণ শেষে তিনি কর্মস্থলে যোগ না দিয়ে অননুমোদিতভাবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সময়মতো কোনো জবাব দেননি এবং উপস্থিতিও হননি।

এরপর তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে ‘চাকরি হতে বরখাস্ত’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএইচআর/এমজে