কীটনাশকে বিপন্ন জীববৈচিত্র্য
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করেই রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করেছে। বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে। এরপর এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বিজ্ঞাপন
রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চায়—যার চূড়ান্ত লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির ওপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। কারণ, বিএনপির নেতারা মনে করেন, এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়।
সমকাল
বিভিন্ন দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ-অবরোধ করায় সীমা ছাড়িয়েছে রাজধানীবাসীর ভোগান্তি। এর মধ্যেই আবার নামে ভারী বৃষ্টি। ফলে গতকাল বুধবার রাজধানীর দক্ষিণাঞ্চল কার্যত অচল হয়ে পড়ে।
এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো দিকেই গাড়ি এগোচ্ছিল না। সড়কগুলোর সংযোগস্থলে রিকশা-বাস-প্রাইভেটকারে তৈরি হয় ভজঘট। অনেক মোটরসাইকেল চালককে যানজটে আটকে বৃষ্টিতে কাকভেজা হতে হয়।
আরও পড়ুন
প্রথম আলো
সিল্কের নাম কেন রাজশাহী সিল্ক, জানেন কি
দিনাজপুরের খেয়া দেবনাথ আর ঢাকার শর্মিষ্ঠা দেবনাথ দুই বোন। রাজশাহীতে এসে তাঁরা দুই হাতে সিল্কের শাড়ি কিনছিলেন। নিজেদের মধ্যে কথায় বলছিলেন, এই সিল্কের নাম রাজশাহী সিল্ক কেন? তখন মনে জাগে, আসলেই তো, এর নাম রাজশাহী সিল্ক কেন?
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, আজ থেকে ৩০০ বছর আগে ‘রাজশাহী সিল্ক’ স্বনামে বিদেশে রপ্তানি হয়েছে। তখন রাজশাহী জেলার আয়তন ছিল প্রায় ১৩ হাজার বর্গমাইল। গল্পের মতো এই ঐতিহ্যের কারণেই সিল্ক দিয়ে রাজশাহী জেলার ব্র্যান্ডিং করা হয়েছে। রাজশাহীকে বলা হয় ‘সিল্ক হেভেন’। ২০১৭ সালে রাজশাহী সিল্ক ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে।
সমকাল
সদ্য বোরো ধান উঠেছে ঘরে। সার ও কীটনাশক বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও ভালো ফলনে কৃষকের মাঝে তৃপ্তির ঢেকুর। তবে উচ্চ ফলনের আশায় বোরোসহ বিভিন্ন ফসলে নিয়ন্ত্রণহীন সার ও কীটনাশক প্রয়োগে ঝুঁকিতে পুরো জীববৈচিত্র্য। বালাইনাশক ব্যবহারে কীটপতঙ্গ আসে না ফসলের ধারেকাছে, হানা দিলেও মারা পড়ে। এতে প্রতি বছর লাফিয়ে বাড়ছে ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার। কিন্তু অতিরিক্ত কীটনাশকে মারা পড়ছে পরাগায়নে সবচেয়ে জরুরি মৌমাছিসহ উপকারী পতঙ্গ। প্রাকৃতিক জলাশয়ে মাছ শিকারে ব্যবহার করায় হারিয়ে যাচ্ছে শামুক-ঝিনুকসহ অনেক জলজ প্রজাতি।
কালের কণ্ঠ
কড়া নাড়ছে নতুন বাজেট। প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত। আরেকটি অর্থবছরের বড় তহবিল সংগ্রহের গুরুদায়িত্ব নিতে হবে রাজস্বকর্মীদের। অথচ বাজেট ঘিরে তাঁদের মধ্যে উচ্ছ্বাস-উদ্যমের বদলে এখন ক্ষোভ আর হতাশা।
পুরো রাজস্ব খাত এখন নির্বিকার, ভূমিকাহীন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেশজুড়ে প্রতিটি অফিস স্থবির। থমকে রয়েছে সব কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায়ে একাট্টা হয়ে মাঠে।
কালের কণ্ঠ
বিদেশি অপারেটর নিয়োগের পাঁয়তারা, ক্ষোভ বাড়ছেই
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণে ২০ বছর আগে ৭০০ কোটি টাকা খরচ করা হয়। টার্মিনালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতিতে ব্যয় করা হয় সাড়ে তিন হাজার কোটি টাকা। এখানে জাহাজ থেকে কনটেইনার হ্যান্ডলিং করার ‘গ্যান্ট্রি ক্রেন’ চাহিদার চেয়ে ১৬.৬৭ শতাংশ বেশি। সক্ষমতার চেয়ে ২৮ শতাংশ বেশি কনটেইনার ওঠানামা করেছে।
দেশ রূপান্তর
২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ জুন টেলিভিশনের পর্দায় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সাধারণত জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলুপ্ত হয়ে যায় দ্বাদশ সংসদ। এ বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ১ শতাংশ কম। চলতি অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।
বণিক বার্তা
জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকা
চলতি বাজেট প্রণয়নের সময় গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ফলে এর আমদানি বাবদ বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য বেশি অর্থ বরাদ্দ রাখতে হয়েছিল। তবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তাই সংশোধিত বাজেটে পণ্যটির আমদানি বাবদ বরাদ্দও সে হিসেবে কমেছে। এতে চলতি অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকারও বেশি।
দেশ রূপান্তর
সড়কে বেপরোয়া গতির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। গতিনিয়ন্ত্রণে রাখতে না পারলে দুর্ঘটনার হার বাড়বে। গতিনিয়ন্ত্রণে রাখতেই ডিজেলে চালিত প্রতিটি গাড়িতে ‘স্পিড গভর্নর সিল’ (এক ধরনের যন্ত্রাংশ) বসানো হয়। এগুলো বসিয়ে থাকেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্পিড গভর্নর সিল মেকানিকরা। ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের একটি ধারার কারণে এই মেকানিকদের কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়। এবার নতুন শঙ্কা দেখা দিয়েছে তাদের মনে।
আজকের পত্রিকা
জমি-ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড় সংস্কার
জমি ও ফ্ল্যাট কেনাবেচায় কালোটাকা ব্যবহার বন্ধের পথে এগোচ্ছে সরকার। আসছে অর্থবছরের বাজেট থেকেই জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনে (নিবন্ধন) কর ও ফি প্রায় ৪০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। তবে আগের মতো ‘মৌজা মূল্য’ ধরে নয়, বরং বাস্তব বাজারদরের ভিত্তিতে হবে রেজিস্ট্রেশন। তার মানে দলিলে প্রকৃত মূল্য দেখাতে হবে বাধ্যতামূলকভাবে। সরকারের বিশ্বাস, এই নীতিগত বদল একদিকে যেমন কালোটাকার শক্তি ও রাজস্ব ফাঁকির প্রবণতা কমাবে, তেমনি রাজস্ব আদায়ে ফিরবে স্বচ্ছতা ও গতি।