পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার কমিটি গঠন
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাংবাদিক এ এইচ এম ফারুককে আহ্বায়ক, মিতায়ন চাকমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজস্ব কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভূইয়াকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে—যথাক্রমে বাখের উদ্দিন, সাংবাদিক অয়ন আহমেদ, ব্যাংকার আবুল কালাম আজাদ অ্যাড. নাজমুল হাসান (নিজাম), আমিনুল হক, ব্যারিস্টার ইশতিয়াক হোসেন জিসাম, দিদারুল আলম ও আয়েশা খাতুনকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুগ্ম সদস্য সচিব করা হয়েছে—যথাক্রমে অ্যাড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি), আল আমিন আহমেদ, রফিকুল ইসলাম, জাকের হোসেন শাহীন ও আবদুল্লাহ আল মামুন খোকনকে।
জেইউ/এএমকে