‘জুলাই বিপ্লব এখনো অসম্পূর্ণ, এটিকে পূর্ণতা দিতে হবে’
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চূড়ান্ত বিজয় এখনও অর্জিত হয়নি। এই বিপ্লবকে পূর্ণ রূপ দিতে না পারা পর্যন্ত আন্দোলন চলবে এবং শক্তিশালী গণচাপ তৈরি করতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ মে) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে রিদম বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত সংবর্ধনা ও পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলী আহসান জুনায়েদ বলেন, যে বিপ্লবের কথা আমরা বলছি, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। এটি না হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব হলো কমপ্লিট একটা রেভ্যুলুশনে টার্ন অভার করা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতেই হবে—তবেই বিপ্লব সফল হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে লম্বা একটি ফ্যাসিবাদী চক্রের আইকন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার পুরো চক্রটা এখনো সক্রিয় রয়েছে। তাই জুলাই বিপ্লবকে শুধু স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটিকে জয়ী করতে হবে। আমাদের মধ্যে বিভাজন আছে, দুর্বলতা আছে। বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে ঐক্য ও দৃঢ়তা জরুরি।
আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তির অর্জন নয়, এটা একটা জনতার অভ্যুত্থান। এটা ছিল ফ্যাসিবাদবিরোধী এক ঐতিহাসিক জাগরণ, যেখানে রক্ত দিয়েছে নারী-শিশুসহ হাজারও মানুষ। অথচ ৫ আগস্টের পর ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন দেশ গড়ার পরিবর্তে আমরা দেখছি একেকজন নিজেদের আখের গোছাতে এবং ক্রেডিটবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন। যেকারণে এখনও আমরা বিপ্লবের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারিনি।
তিনি দৃঢ় উচ্চারণে বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস আমরা হারিয়ে যেতে দেব না। এ আমাদের অস্তিত্বের লড়াই। এটিকে পরিপূর্ণ করতে না পারা পর্যন্ত, আমাদের দায়িত্ব শেষ হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিদম বাংলাদেশ ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. নাদিম পারভেজ ইমন। রিদম ব্লাড সেন্টার আয়োজিত এই বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবে অবদান রাখা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মান জানানো হয়। একইসঙ্গে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ছিল পুনর্বাসন সহায়তা। এদিন ছয়টি পরিবারকে উপহার হিসেবে রিকশা এবং মুদি দোকান উপহার দেওয়া হয়, যাতে তারা আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারেন।
এসময় রিদম বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ডা. নাদিম পারভেজ ইমন জানান, এই প্রজন্মের চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের যে সাহস ও আত্মত্যাগ, তা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই সম্মাননা ও পুনর্বাসন প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার সংকল্প ব্যক্ত করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক।
টিআই/এমএসএ