‘সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিলের দাবি
দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং শ্রমিক শোষণের অপকৌশল বলে অভিহিত করেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন।
রোববার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই নীতিমালার অবিলম্বে বাতিল এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-তে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণে কৃষি মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নের দাবি জানায়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার। তিনি বলেন, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী শ্রমিকরা সুযোগ-সুবিধা পাওয়ার কথা থাকলেও বিএডিসি তা মানছে না। কৃষি মন্ত্রণালয় থেকে পরিষ্কার নির্দেশনা থাকা সত্ত্বেও শ্রমিকদের নিয়মিত করার কোনো পদক্ষেপ নেয়নি বিএডিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নীতিমালা (২০২৫) কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭-এর সঙ্গে সাংঘর্ষিক। এটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমান স্থায়ী ও অনিয়মিত শ্রমিকদের সাময়িক শ্রমিক হিসেবে দেখিয়ে সুবিধা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সংগঠনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে শ্রমিকরা তাদের দীর্ঘদিনের আর্থিক সুবিধা, বার্ষিক ছুটি, উৎসব বোনাস এবং চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবেন।
ওএফএ/এমএসএ