ফাইল ছবি

বিএসএফ আমাদের বলেছে, আমরা দুটো গুলি চালাবো। গুলি চালানোর পর তোমরা সবাই দৌড়াবে। তখন আমরা সবাই দৌড় দেই, বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি।

কথাগুলো বলছিলেন জাহানারা খাতুন, যাকে গত শনিবার ভোরে ঠাকুরগাঁও সীমান্তে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার সঙ্গে আরও ১৭ জনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, এদের সবাইকেই ভারত থেকে ‘পুশ ইন’ করা হয়েছে।

জাহানারা বলেন, ভারতের অভ্যন্তর থেকে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর সময় কী বলতে হবে-তাও আগেভাগে শিখিয়ে দিয়েছিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তিনি বলেন, ওরা (বিএসএফ) বললো, যদি ধরা পড়ো তাহলে বলবা-আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেওয়ায় আবার বাংলাদেশে চলে আসছি।

জাহানারা খাতুনকে যেভাবে পুশ ইন করা হয়েছে, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে এরকম চার শতাধিক মানুষকে পুশ ইন করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে ভারত।

মুম্বাই থেকে বিমানে কলকাতা, তারপর পুশ ইন

জাহানার খাতুনের সঙ্গে গত শনিবার একইদিনে পুশ ইনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নুরুন্নাহার, যিনি তিন বছর আগে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে।

নুরুন্নাহার বলেন, আমার এলাকার একজনের সঙ্গে মুম্বাই গিয়েছিলাম। সেখানে রুম ভাড়া করে থাকতাম। কাজ করতাম বিভিন্ন বাসাবাড়িতে।

তিনি জানা এপ্রিলের শেষ দিকে তিনি মুম্বাইয়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন।

সেখানে ১৫ দিন আটক রেখে যাচাই-বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা। এরপর কলকাতা থেকে বাসে করে আনা হয় বাংলাদেশ সীমান্তে। 

গত ১৭ মে ভোররাতে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়।

নুরুন্নাহার বলেন, আমাকে রুম থেকেই সিআইডি ধরছিলো। এরপর যাচাই-বাছাই করে। আমার বাড়ি কোথায়, কবে আসছি এই জিজ্ঞাসা করে। পরে মোবাইলে আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দেখাই। তারপর আমাকে কলকাতা হয়ে সীমান্তে নিয়ে আসে।

নুরুন্নাহার ও জাহানারাসহ ১৭ জনকে একসঙ্গে সীমান্তে ঠেলে দেয় বিএসিএফ।

কাজের সন্ধানে ভারতে কেন?

দিনাজপুরের তরিকুল ইসলাম। সাত মাস আগে পাথর ভাঙার কাজে যোগ দিতে অবৈধভাবে গিয়েছিলেন ভারতের রাজস্থানে। কিন্তু দেশটিতে অবৈধ বাংলাদেশি ধরতে অভিযান শুরু হলে গতমাসে দেশে ফিরে আসেন তিনি।

কাজের সন্ধানেই ভারত গিয়েছিলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশেও কাজ আছে। কিন্তু এখানে বছরের বারো মাসের মধ্যে কাজ পাওয়া যায় তিন মাস। কিন্তু তিন মাসের ইনকাম দিয়ে কি গোটা বছর চলবে? ইন্ডিয়াতে যাই, সেখানে পাথর ভাঙার কাজ সবসময়ই পাওয়া যায়। মাসে আঠারো/বিশ হাজার টাকা ইন্ডিয়ান রুপি বেতন দেয়। কিন্তু থাকা-খাওয়ার খরচ কম। ফলে হাতে টাকা থাকে।

তিনি বলেন, তার গ্রামের অনেকেই ভারতে গিয়ে কাজ করেছেন। তাদের টাকা পাাঠানোর খবরে তিনিও কাজে যেতে উৎসাহিত হন।

তিনি আরও বলেন, ওখানে পাথর ভাঙার কাজটা নিঃশ্বাসের জন্য ক্ষতিকর। প্রচুর ধূলা-বালি হয়। এই কাজগুলো বাংলাদেশিরাই করে। মালিকও জানে যে এরা বাংলাদেশ থেকে আসছে। কিন্তু কিছু বলে না। কারণ ওদের শ্রমিক দরকার। আর আমাদের দরকার টাকা।

তরিকুলের মতোই ভারতের রাজস্থানে গিয়েছিলেন পাশের পাশের গ্রামের খালেক মন্ডল। ভূমিহীন পরিবারের খালেক বলেন, কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ পারেন না তিনি।

কিন্তু বাংলাদেশে কৃষিকাজের যে অবস্থা, তাতে সংসার চালানোর মতো সারা বছর কাজ পাওয়া যায় না।

তিনি বলেন, আমার তো পড়ালেখা নাই। ঢাকায় বা অন্য কোথাও যে যাবো, কে আমাকে চাকরি দেবে? এইজন্য ভারতে গেলাম। পাথর ভাঙার কাজ করলে মাসে বেতন পনের হাজার রুপি পাইতাম। প্রতিমাসে বাড়িতেও টাকা পাঠানো যায়।

কাঁটাতারে মই, বেড়া টপকে ভারতে

সীমান্তে যখন কাঁটাতারের বেষ্টনী এবং কঠোর নজরদারি, তখন কাজের জন্য অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা কীভাবে ঘটছে? আবার কাজের ফাঁকে অনেকেই বাংলাদেশে ফেরতও আসছেন। সেটাই বা কীভাবে হয়?

এমন প্রশ্নে দুটি উত্তর পাওয়া যায়। প্রথমটি হচ্ছে, কাঁটাতারের বেষ্টনি কেটে ভারতে ঢুকে পড়া। এ কাজে বড় আকারের প্লায়ার্স ব্যবহার করা হয়।

দ্বিতীয়টি হচ্ছে, কাঁটাতারের ওপরে মই লাগিয়ে বেড়া টপকে ওপারে চলে যাওয়া।

তরিকুল ইসলাম জানান, এই কাজে সহায়তা নিতে হয় দালালদের।

তিনি বলেন, সীমান্তের কাছে দালাল থাকে। আমরা বলি লাইনম্যান। প্রথমে লাইনম্যান আমাদেরকে আশ্রয় দেয়। তারপর যখন সীমান্তের নির্দিষ্ট কোনো জায়গায় বিজিবি বা বিএসএফের কেউ থাকে না। তখন সুযোগ বুঝে মই লাগিয়ে দেওয়া হয়। দুই পাশেই মই থাকে। আমরা পার হয়ে যাই। ওপারে আবার লাইনম্যান থাকে। সে আমাদের রিসিভি করে নেয়।

সম্প্রতি ভারত থেকে দেশে ফেরার সময় বাংলাদেশ সীমান্তের ভেতরে বিজিবির হাতে আটক হন দিনাজপুরের স্বপন চন্দ্র সরকার।

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে তাকে পাসপোর্ট আইনে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে জামিন পান তিনি।

স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন, লাইনম্যানকে এগারো হাজার টাকা দিয়ে তিনি ভারতে গিয়েছিলেন।

দুইপাশেই লাইনম্যান আছে। আমি এগারো হাজার টাকা দিয়ে পার হয়েছিলাম চার মাস আগে। এইবার ফেরার সময়ও এগারো হাজার টাকা দিতে হয়েছে। কিন্তু বাংলাদেশে ঢোকার পর গ্রেপ্তার হয়ে যাই।

এদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে।

সূত্র- বিবিসি বাংলা

এমএসএ