সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা বলবৎ
বাংলাদেশ সচিবালয় এবং সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধের নির্দেশনা এখনও বলবৎ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' ও পাশ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
জেইউ/এমজে