ঐক্যের ভিত্তিকে ন্যায্য শহর গড়ে তুলতে হবে : ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব নাগরিকের অংশগ্রহণের মধ্যে ঐক্যের ভিত্তিকে সকলের প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ন্যায্য শহর গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (২৬ মে) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৪টি পার্কের মধ্যে বেশ কয়েকটিতে নারীদের হাঁটার জায়গা, শিশুদের খেলাধুলার জায়গা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য খেলার জায়গা এমনকি কয়েকটিতে পোষ্য প্রাণীদের নিয়ে সময় কাটানোর জায়গাও করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে পাঁচটি নতুন পার্ক উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও ৭টি পার্ক উদ্ধার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
বাস্কেটবল টুর্নামেন্টে পুরুষ বিভাগে রাডার বাস্কেটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেলোসিটি এরিনা ঢাকা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাইডার্স ক্লাবের ইমদাদুল হক পিয়াস।
নারীদের বিভাগে ধূমকেতু ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হর্নেট বাস্কেটবল ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হর্নেট ক্লাবের রাত্রি আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তারা।
এএসএস/এমজে