স্টারলিংককে ‘এক্সট্রা খাতির’
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
আন্দোলন, কর্মবিরতির ঘোষণায় ঝুঁকিতে পল্লী বিদ্যুৎ সরবরাহ
টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। কয়েক হাজার কর্মী ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন। যাঁরা এলাকায় আছেন, তাঁরাও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন। এ কারণে বিভিন্ন এলাকায় নিয়মিত গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে। আজ মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ঝুঁকিতে রয়েছে আরইবির বিদ্যুৎ সরবরাহ।
বিজ্ঞাপন
কালের কণ্ঠ
রাজধানীসহ সারা দেশে বাড়ছে খুন, চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এতে নতুন করে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে রাজধানীর মগবাজারে দিন-দুপুরে চাপাতি দিয়ে এক যুবকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা।
এ ছাড়া ফিল্মি স্টাইলে রাজধানীর বাড্ডায় হত্যা করা হয়েছে বিএনপির এক নেতাকে। দুটি ঘটনাই ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনা দুটির ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর রাজধানীসহ সারা দেশে আতঙ্কের মাত্রা আরেক দফা বাড়ল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে শুধু রাজধানীতেই ১৭টি ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
যুগান্তর
রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যেভাবে চলছে তা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাই। তারা জানান, বেশকিছু কারণে আশঙ্কা বাড়ছে। পুনর্গঠিত জেলা ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটিতে পুলিশকে অবমূল্যায়ন, মব ভায়লেন্স, পুলিশকে ভয় না পাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষ করে রাজধানীতে অপরাধের মাত্রা বেশি লক্ষ করা যাচ্ছে। মোহাম্মদপুরসহ অনেক এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক এলাকায় সন্ধ্যার পর সাধারণ মানুষ বাসা থেকে বের হচ্ছেন না। বিশেষ করে রাজধানীতে অপরাধের মাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর অন্য এলাকাগুলোর জননিরাপত্তাও হুমকির মুখে। ভুক্তভোগীরা বলছেন, অপরাধের তাৎক্ষণিক প্রতিকার চেয়ে তারা কোনো সুফল পাচ্ছেন না। রোববার রাতে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়।
সমকাল
মৌলিক সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো
প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন (এনসিসি), প্রধানমন্ত্রীর পদের মেয়াদ দুইবার করাসহ মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি। কীভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে, তা নিয়েও তাদের মধ্যে ভিন্নমত রয়েছে।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ১৬৬ সুপারিশের অধিকাংশে রাজনৈতিক দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, সেগুলোতে প্রধান প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে।
ইত্তেফাক
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বণিক বার্তা
ব্যাপক উৎসাহ সত্ত্বেও বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ নগণ্য
বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্ভাবনা অনেক দিন ধরেই আলোচিত। দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনায় বাংলাদেশে অন্যতম বৃহৎ ঋণদাতা দেশও জাপান। শুধু জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও। কিন্তু সম্পর্কের এ ঘনিষ্ঠতা বাংলাদেশে জাপানের বেসরকারি খাতের বিনিয়োগপ্রবাহে তেমন দৃশ্যমান নয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে জাপানের এফডিআই স্টকের (পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ) স্থিতি ৪৯ কোটি ৮০ লাখ ডলার। এর সঙ্গে জাপান টোব্যাকোর (জেটি) বিনিয়োগপ্রবাহ বিবেচনায় নিলে বাংলাদেশে জাপানের এফডিআই ২০০ কোটি ডলারের মতো হবে। কিন্তু অন্য দেশ থেকে আসায় জেটির বিনিয়োগের উৎস দেশ হিসেবে জাপানকে বিবেচনা করা হয়নি। তার পরও বিনিয়োগের এ অংককে সম্ভাবনার চেয়ে অনেক কম বলে মনে করছেন বাংলাদেশে জাপানি বিনিয়োগ-সংশ্লিষ্টরা।
বণিক বার্তা
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
গত ৯ মার্চ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ব্লাড ব্যাংকের একজন কর্মীকে মারধর করেন হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন দুপুরের দিকে হাসপাতালটির অন্য কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে ব্যাপক সংঘর্ষ বেধে গেলে শিক্ষার্থী, আনসার, কর্মচারীসহ অন্তত ১৩ জন আহত হন। সংঘর্ষের পর হাসপাতালের কর্মীরা কর্মবিরতি পালন করেন। এতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ রোগীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রথম আলো
গাজীপুরে চন্দ্রার টাওয়েল টেক্স নামের একটি কারখানায় গত ১৪ এপ্রিল থেকে গ্যাসের চাপ নেই বললেই চলে। বিদ্যুৎ ব্যবহার করে বিকল্প ব্যবস্থায় মাত্র তিন ভাগের এক ভাগ টাওয়েল উৎপাদন করতে পারছে কারখানাটি। এতে রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন।
বিষয়টি জানিয়ে টাওয়েল টেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা মাসে গড়ে ৬ লাখ ডলারের টাওয়েল রপ্তানি করি। উৎপাদনে ধস নামায় গত এক মাসে কোনো রপ্তানি করতে পারিনি। এতে সময়মতো বেতন-ভাতা পরিশোধে একধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে।’
বণিক বার্তা
ঘোষণা দিয়েও সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক সরাতে পারলেন না উপদেষ্টা
দেশে ৭৫ হাজারের বেশি বাস ও ট্রাক মেয়াদোত্তীর্ণ। অর্থনৈতিক আয়ু শেষ হওয়া এসব মোটরযান সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ। ‘লক্কড়-ঝক্কড়’ যানগুলো পরিবেশ দূষণেও রাখছে বড় ভূমিকা। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মেয়াদোত্তীর্ণ এসব যান সড়ক থেকে সরিয়ে দিতে উদ্যোগী হন। তিনি ঘোষণা দেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি সরিয়ে নিতে মালিকরা ছয় মাস সময় পাবেন। এ সময়ের পর সড়কে আর এসব গাড়ি চলতে পারবে না। মালিকদের দেয়া ছয় মাস সময় অতিবাহিত হয়েছে গত এপ্রিলে। এরপর আরো প্রায় এক মাস পেরিয়ে গেছে, এখনো রাস্তায় অবাধে চলছে মেয়াদোত্তীর্ণ গাড়ি।
সমকাল
সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে
চরম খারাপ অবস্থায় থাকা ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীর জমানো টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি– এ তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। সব প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি প্রতিষ্ঠান হতে পারে। গড়ে এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ খেলাপি। মোট ২২ হাজার ১২৭ কোটি টাকা আমানতের বিপরীতে ক্রমপুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে ১৯ হাজার ২১৮ কোটি টাকা। তাদের লাইসেন্স কেন বন্ধ করা হবে না– জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে।
আজকের পত্রিকা
বিডার বড় বড় গল্প শুনি, ৮ মাসে একটা বিনিয়োগও আসে নাই: বিটিএমএ সভাপতি
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগ নিয়ে উচ্চাশা দেখালেও বাস্তবে গত আট মাসে বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আসেনি বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
গতকাল রোববার রাজধানীর গুলশানে এক ক্লাবে ‘শিল্প খাতে জ্বালানি, বিশেষ করে গ্যাস সংকটে টেক্সটাইল ও পোশাকশিল্পে উৎপাদন বিপর্যয়’ শীর্ষক এফবিসিসিআইসহ সাতটি ব্যবসায়ী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কালের কণ্ঠ
মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে
সংকটে পুরো অর্থনীতি। মন্দায় ব্যবসা-বাণিজ্য। অস্তিত্ব সংকটে শিল্প-কারখানা। উৎপাদন ব্যয় বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, জ্বালানি খাতে অস্থিতিশীলতা, ঋণের উচ্চ সুদহারের কারণে চরম চাপে ব্যবসা।
এমন বহুমুখী চাপে নাস্তানাবুদ দেশের শিল্পোদ্যোক্তারা। তাঁরা বলছেন, ৬০ শতাংশের বেশি কারখানায় উৎপাদন হচ্ছে না। ব্যাংকে সুদ বেড়েছে, গ্যাস নেই, আইন-শৃঙ্খলার অবনতি—সব মিলিয়ে শিল্প বন্ধ হওয়ার পথে। সরকার গ্যাস-বিদ্যুৎ ঠিকমতো দিতে পারছে না।
কালবেলা
দেশের জনগণকে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে চায় সরকার। মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছে। স্টারলিংককে ব্যবসার সুযোগ তৈরি করে দিতে আইনগত কাঠামো তৈরির পাশাপাশি সব ধরনের লাইসেন্স খুব অল্প সময়ে দেওয়া হয়েছে। এমনকি গাইডলাইনের ব্যত্যয় ঘটিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য সবক্ষেত্রেই এমন ‘এক্সট্রা খাতির’ পাচ্ছে স্টারলিংক।