রামপুরায় দুই রিকশাচালককে কুপিয়ে জখম
রাজধানীর রামপুরা থানার রিয়াজবাগের ৪ নম্বর গলিতে পূর্ব শত্রুতার জেরে দুই রিকশাচালককে কুপিয়ে একটি মিশুক গাড়ি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- রিকশাচালক সুমন হাওলাদার (৩১) ও আলামিন (৩০)।
বিজ্ঞাপন
আহত সুমন হাওলাদার বলেন, আমি এবং আমার সঙ্গে থাকা আরেক রিকশাচালক আল আমিন খিলগাঁও এলাকা থেকে রিকশা নিয়ে রামপুরা দিকে আসছিলাম। এ সময় রিয়াজদার ৪ নম্বর রোডে কাদির তুহিন, মারুফ, ইমন, বাবু, রমজান ও লিমন আমাদের গতিরোধ করেন। এ সময় আমাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে আমার মিশুক গাড়িটি তারা ছিনতাই করে নিয়ে চলে যান। এসময় আমার কাছে থাকা মোবাইল ও ১৩০০ টাকাও নিয়ে গেছে। পরে আমাদের দুজনকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হাতে পায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, এক মাস আগে আমার এই মিশুকটি গাড়িটি তারা নিয়ে যায়। পরে বিভিন্ন লোক ধরে সেই গাড়িটি উদ্ধার করি। আজকে আবার তারা সেই গাড়িটিকে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, রামপুরার রিয়াজবাগ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ২ রিকশাচালককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহত ব্যক্তিরা জানিয়েছেন তাদের এলোপাথাড়ি কুপিয়ে মিশুক গাড়ি নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা।
এসএএ/এমএন