জুলাই আন্দোলনে আহতদের পাশে ডিএমপি : হাসপাতালে প্রতিনিধি দলের সফর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে একটি প্রতিনিধি দল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) এই প্রতিনিধি দলে ছিলেন উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মো. ইবনে মিজান এবং শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মো. ইমাউল হক।
বিজ্ঞাপন
এ সময় তারা হাসপাতালের ৪০২ ও ৪০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন মারুফ হোসেন, আমির হামজা শিমুল, আবু তাহের এবং সাগর দে-এর চিকিৎসার খোঁজখবর নেন। জুলাই আন্দোলনে আহতদের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোনো প্রয়োজনে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তারা।
ডিএমপি কমিশনারের পক্ষে মো. ইবনে মিজান আহত জুলাই যোদ্ধাদের জন্য ফল ও ফুল উপহার হিসেবে প্রদান করেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের এই মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এমএসি/এমজে