ঢাকায় জাপা‌নের দূতাবাসের ফেসবুক পেজটি আজ বুধবার (২৮ মে) সকা‌লে হ্যাকড হয়। তবে এর ক‌য়েক ঘণ্টার মধ্যেই পেজটি পুনরুদ্ধার করা হ‌য়ে‌ছে। 

এ প্রস‌ঙ্গে জাপা‌নের দূতাবা‌স এক বার্তায় জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের দূতাবাসের ফেসবুক পেজটি সকালে হ্যাকড হয়েছিল। আমরা জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধান করেছি। 

প্রসঙ্গত, চল‌তি মা‌সের শুরুর দি‌কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ‌্যাকড হ‌য়ে‌ছিল। হ্যাকড হওয়ার প্রায় দুই দিন পর পেজটি পুনরুদ্ধার করা হয়।

এনআই/এনএফ