প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির

এত আলোচনা ও দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝে উঠতে পারছে না বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, এ নিয়ে সংশয়-সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে।

বিএনপি মনে করছে, নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। এমতাবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সে ঘোষণা না আসায় তাঁরা হতাশ।

প্রথম আলো

৩৮ দপ্তরের শীর্ষপদ খালি, কেন নিয়োগ দিচ্ছে না সরকার

সারা দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। রাজধানীর মিরপুর ১৪ নম্বরে অবস্থিত এই দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ খালি গত বছরের অক্টোবর মাস থেকে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে দপ্তরটির শীর্ষপদ সামলাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধিতা অনুবিভাগ) অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়মিত ফাউন্ডেশনে আসেন না। মন্ত্রণালয়ে তাঁর অনেক কাজ রয়েছে। তাঁদের মত হলো, প্রতিবন্ধীদের উন্নয়ন ও মাঠপর্যায়ে প্রতিবন্ধীদের জন্য নেওয়া বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক জরুরি।

সমকাল

জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা ফ্ল্যাট পাবে

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ঢাকায় একটি করে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য প্রতিটি এক হাজার স্কয়ার ফুটের ২ হাজার ৬০০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৭৬১ কোটি টাকা। এ ছাড়া শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আওতায় আলাদা বরাদ্দ রাখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রথম আলো

তৎপর শীর্ষ সন্ত্রাসীরা, আধিপত্য বিস্তারে খুনোখুনি

রাজধানীর বিভিন্ন এলাকায় আবার তৎপর হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা। অপরাধজগতের নিয়ন্ত্রণ নিতে তারা নিজেদের মধ্যেও বিবাদে জড়াচ্ছে। অনেক এলাকায় রাজনৈতিক দলের নেতা–কর্মীদের সঙ্গে বিরোধে জড়াচ্ছে তারা। এতে ঘটছে খুনোখুনিসহ হামলার ঘটনা।

গত দুই মাসে রাজধানীতে তিনটি খুনের ঘটনার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসীদের নাম এসেছে। অন্তত আটটি স্থানে হামলা, জখম, দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের জড়িত থাকার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মগবাজার, মতিঝিল, বাড্ডা, গুলশানসহ কিছু এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা দেখা যাচ্ছে। কোথাও কোথাও অন্যের হয়ে ভাড়ায় খাটছে শীর্ষ সন্ত্রাসীসহ তাদের সহযোগীরা।

প্রথম আলো

মাতৃস্বাস্থ্যের বিনা মূল্যের ওষুধ ও সরঞ্জাম সরবরাহ বন্ধ

ঢাকার কেরানীগঞ্জে থাকেন মাজহারুল ইসলাম ও ইয়াসমিন আক্তার দম্পতি। মাজহারুল আসবাবের দোকানে রঙের কাজ করেন। গত সোমবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা ইয়াসমিনের প্রসবব্যথা ওঠে। তাঁকে রাজধানীর ‘মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালে’ ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে কথা হয় ইয়াসমিনের (২৫) সঙ্গে।

সমকাল

পুরোনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান

জাপান থেকে পুরোনো প্রযুক্তির প্রিপেইড গ্যাস মিটার কিনছে বাংলাদেশ। সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এসব মিটার কেনার জন্য জাপান থেকে ঋণ নিতে হবে কঠিন শর্তে। ঋণ দেবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি)। ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে ঋণ যেন সংকটে না পড়ে, সে নিশ্চয়তাও চাইছে দেশটি। এই ঋণের আওতায় আট লাখ গ্যাস মিটার কিনতে বাংলাদেশের খরচ হবে প্রায় ৯০০ কোটি টাকা। প্রতি মিটারের পেছনে ব্যয় হবে প্রায় ১২ হাজার টাকা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে এই ঋণসংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

প্রথম আলো

দুর্নীতির অভিযোগ, মাতারবাড়ীতে জাপানের ঋণ স্থগিত হওয়ার শঙ্কা

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় জাপানের ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা বাংলাদেশ সরকারকে দুর্নীতির বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দেওয়া জাইকার চিঠিতে ৪ জুনের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর চাওয়া হয়। যথাসময়ে উত্তর না দিলে ঋণ স্থগিতের কথা বলা হয়।

আজকের পত্রিকা

রাজনৈতিক হয়রানিমূলক ১৭২০০ মামলা প্রত্যাহার চায় বিএনপি-জামায়াত

রাজনৈতিক হয়রানিমূলক ১৬ হাজার মামলা প্রত্যাহারে সরকারকে তালিকা দিয়েছে বিএনপি। একই ধরনের ১ হাজার ২০০ মামলার তালিকা দিয়েছে জামায়াতও। এই মামলাগুলো প্রত্যাহারে সরকার বিলম্ব করছে বলে অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো। তবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ বস্তুনিষ্ঠ নয় বলে দাবি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বণিক বার্তা

শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই

দেশের শিক্ষা খাতের ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ আছে। বিশেষত বিগত সরকারের সময়ে পরিচালন ব্যয়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনকে চাঁদা দেয়া, আপ্যায়নসহ বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় অন্তর্ভুক্ত করা, প্রকল্পের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশি মূল্যে কাজ নেয়া, কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি মূল্য দেখানোর মতো বিষয়গুলো ছিল অনেকটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এ ধরনের অনিয়মের জেরেই বৃদ্ধি পেত শিক্ষা খাতের মোট ব্যয়।

যুগান্তর

হাতবদল হলো সুন্দরবনের অপরাধজগতের নিয়ন্ত্রণ

টাকার বিনিময়ে হাতবদল হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের অপরাধজগৎ। এর নিয়ন্ত্রণ এতদিন ছিল মজনুবাহিনীর হাতে। এপ্রিলের মাঝামাঝি থেকে এটা চলে গেছে আলিফ ওরফে দয়ালবাবার নিয়ন্ত্রণে। এক্ষেত্রে চুক্তি হয়েছে ৫৮ লাখ টাকার। এ টাকার বিনিময়ে ছয় মাস সুন্দরবনের নিয়ন্ত্রণ থাকবে নতুন বাহিনীর হাতে। নতুন বাহিনীর প্রধান এর আগে মজনুবাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করতেন। চুক্তি অনুযায়ী, মজনু ইতোমধ্যে ২০ লাখ টাকা নিয়েছেন দয়ালবাবার কাছ থেকে। বাকি টাকা পাবেন তিন মাসের মধ্যে। এরই মধ্যে কিছু অস্ত্র এবং গোলাবারুদ হস্তান্তর করে পার্শ্ববর্তী একটি দেশে পাড়ি জমিয়েছেন মজনু। যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে এসব তথ্য।

দেশ রূপান্তর

কর্মীদের রোষে ১০০ নেতা

‘বাগে পেলে মারব তারে’ আবহমান বাংলার এ বাগধারা হয়তো আক্রান্ত ব্যক্তির ক্ষোভের ভাষা। ক্ষমতা যখন হাতিয়ার তখন পতন হলো তার শেষ পরিণতি। পতিত আওয়ামী লীগের ‘ক্ষমতার দাপটে’ দেশের মানুষ ছিল জর্জরিত। দলটির নেতারা করেছেন যা-তা। আর কর্মী-সমর্থকরা তখনো বঞ্চিত, এখনো আক্রান্ত। তবে অন্য কেউ নয়; আওয়ামী লীগের ১০০ নেতাকে খুঁজছেন খোদ দলটির কর্মী-সমর্থকরাই।