রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারনা, স্ত্রীর প্রেমিক এই জোড়া খুনের সঙ্গে জড়িত।

নিহতরা হলেন- পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।

ঘটনার পর ঘাতক গাউসকে (৩৩) আটক করেছে পুলিশ। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর-১১-এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, নিহত দোলনের বাড়ি বরগুনা সদর উপজেলায়।

এমএসি/এমএসএ