সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৬৯ জন।

বুধবার (২৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিভিন্ন অভিযোগে বাকি ৫৭১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় উদ্ধার করা হয়েছে, ১টি পাইপগান, ১টি বার্মিজ চাকু, ২টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ২টি তলোয়ার।

এআইজি ইনামুল হক সাগর জানান, পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমএসি/এমএসএ