চট্টগ্রামে সংঘর্ষ : গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনকে কেন্দ্র করে শাহবাগবিরোধী ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি ও রাজশাহীতে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সময়ে সেখানে শাহবাগ বিরোধী ঐক্যের কর্মীরা জমায়েত হন। এর একটু পরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতি ও পাল্টাপাল্টি উত্তেজনা চলে প্রায় আধা ঘণ্টা। সংঘর্ষে আহত হয় গণতান্ত্রিক ছাত্রজোটের কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থলে পুলিশ দুই পক্ষকে নিভৃত করার চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ চলে উত্তেজনা। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন দেয় শাহবাগবিরোধী মঞ্চের নেতাকর্মীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে আসা কর্মীদের দাবি করেন, এসব বামপন্থী সংগঠনগুলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তারা জামায়াত নেতা এটিএম আজহারের ন্যায়বিচার পাওয়া মেনে নিতে পারছে না।
অন্যদিকে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে দাঁড়িয়েছিলেন। তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এ ঘটনার পর গণতান্ত্রিক ছাত্রজোট আর মানববন্ধন করতে পারেনি। প্রেসক্লাব থেকে চলে যাওয়ার পর তাদের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। পরে বামদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাহবাগ বিরোধী ঐক্য।
এমআর/এআইএস