ভারত, চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দক্ষিণ কোরিয়ার বাংলাদেশে কৌশলগত কোনো স্বার্থ না থাকার তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

বুধবার (২৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ কথা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া ভারত, চীন বা আমেরিকা নয়। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কোনো কৌশলগত স্বার্থ নেই। অতএব, উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক উপায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিকশিত করতে পারে। ভারত তার কৌশলগত স্বাধীনতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে কাজ করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ইন্দো-প্যাসিফিক কৌশল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিআইআইএসএস চেয়ারম্যান এএফএম গৌসাল আজম সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন।

বিআইআইএসএস গবেষণা পরিচালক মাহফুজ কবির ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্কের মাত্রা’ শীর্ষক একটি উপস্থাপনা পেশ করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিতা এবং আরও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন।

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তিনি বলেন, বাংলাদেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘ প্রক্রিয়া এবং বিদ্যমান জাতীয় রাজস্ব বোর্ড এখনো বাধা।

এনআই/এআইএস