বাংলাদেশের স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসকদের একমাত্র জাতীয় পেশাজীবী সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের (এসএসএলটি) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, পুনর্বাসন পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২৮ মে) রাজধানীর সাভারের সেন্টার ফর দি রিহ্যাবিলিটিশন অফ দি প্যারালাইজড-এ (সিআরপি) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট অধিশাখা) মোস্তফা কামাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং প্রতিবন্ধিতা নিয়ে বসবাসরত নাগরিকদের পূর্ণ সক্ষমতা বিকাশে স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই পেশাকে নীতিগত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে নিতে আগ্রহী। জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘এসএসএলটি যে ভূমিকা পালন করছে তা এই আইনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। এই পেশাকে স্বাস্থ্য খাতের মূলধারায় আনা এখন সময়ের দাবি।’

এসএসএলটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডেন্ট ফিদা আল-শামস অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, ৮ বছরের পথচলায় এসএসএলটি পেশাগত সংগঠন হিসেবে থেরাপিস্টদের মধ্যে ঐক্য, সচেতনতা ও পেশাগত মানোন্নয়নের জন্য কাজ করেছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে-BRC আইনের আওতায় এই পেশাকে প্রতিষ্ঠিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জন করা।

সম্মানিত অতিথির বক্তব্যে সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন বলেন ‘সিআরপি দীর্ঘদিন ধরে স্পিচ থেরাপি পেশার প্রশিক্ষণ ও বাস্তব প্রয়োগে কাজ করে আসছে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের আলোকে এখন আমাদের দায়িত্ব আরও বেড়েছে সেবার গুণগত মান নিশ্চিত করা এবং প্রতিটি হাসপাতালে স্পিচ থেরাপি অন্তর্ভুক্ত করা।

অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন, বি এইচ পি আই-এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ওবায়দুল হক।

এসআইআর