প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়, তার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান

‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’ বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে তিনি নতুন প্রজন্মসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমান কথা বলেন।

বণিক বার্তা

টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে

বৈরী এ সম্পর্কে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের ব্যবসা। তবে এর মধ্যেও বাংলাদেশে কমেনি ভারতের পণ্য রফতানি। চলতি ২০২৪-২৫ ভারতীয় অর্থবছরেও (এপ্রিল-মার্চ) প্রতিবেশী দেশটি থেকে ১ হাজার ১৪৫ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে। তার আগের অর্থবছরে আনা হয়েছিল ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ ডলারের পণ্য। এ আমদানির বিপরীতে রফতানির পরিমাণ কম। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে এ চিত্র প্রকাশ পেয়েছে।

প্রথম আলো

১০ দেশে শান্তির পতাকা হাতে বাংলাদেশের শান্তিরক্ষীরা

‘নীল হেলমেট’ পরে বিশ্বশান্তির মঞ্চে বাংলাদেশের পথচলা শুরু ১৯৮৮ সালে। তখন জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০ দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন ৪৪৪ নারীসহ ৫ হাজার ৮১৮ শান্তিরক্ষী।

বিশ্বশান্তি রক্ষার এ যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছেন ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত ২৫৭ জন। পেশাদারত্বের মাধ্যমে শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ তৃতীয় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।

সমকাল

হাসপাতালে লঙ্কাকাণ্ড আহত ১৫, সেবা বন্ধ

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানের আহতদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ চিকিৎসকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসক, রোগী ও স্বজনরা হাসপাতাল ছেড়েছেন।

সংঘর্ষের ঘটনায় সকাল থেকেই সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। এরই মধ্যে সাত দিনের ছুটিতে যান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ। তিনি নিরাপত্তার স্বার্থে হাসপাতাল বন্ধের সুপারিশ করেছেন।

প্রথম আলো

নতুন নাগরিক সেবা কী, কীভাবে পাওয়া যাবে

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, জিডি (সাধারণ ডায়েরি) ও ভূমি সেবাসহ সরকারি বিভিন্ন সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে কয়েকটি সেবা নিয়ে নাগরিক সেবাকেন্দ্রের পাইলট কার্যক্রমও শুরু হয়েছে।

বর্তমানে এসব কেন্দ্রে সরকারি সেবার ক্ষেত্রে শুধু আবেদনপ্রক্রিয়া–সংক্রান্ত সেবা পাওয়া যাবে। সরকারের লক্ষ্য হলো—সব সেবাকে পারস্পরিক কার্যক্রম সুবিধার (ইন্টার-অপারেবিলিটি) মাধ্যমে একটি গেটওয়ে করা এবং এসব কেন্দ্র থেকেই পুরো সেবা পাওয়ার ব্যবস্থা করা। গেটওয়ে হলো নেটওয়ার্ক যন্ত্র, যা একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে।

আজকের পত্রিকা

বাংলা ইংরেজি গণিতে দক্ষতায় বিপর্যয়

২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা ব্যাপকভাবে কমেছে। এর মধ্যে অষ্টম শ্রেণিতে বিজ্ঞানে ৪৮ শতাংশ এবং গণিতে ৪৭ শতাংশ শিক্ষার্থীর দক্ষতার মান বেশ খারাপ।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তৈরি ‘মাধ্যমিক শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়ন-২০২৩’ গবেষণা প্রতিবেদনের খসড়ায় এ চিত্র পাওয়া গেছে।

আজকের পত্রিকা

২৭ লাখ মানুষ আরও দরিদ্র হয়েছে, কী বৈষম্যবিরোধী শেখাচ্ছেন আমাকে অন্তর্বর্তী সরকার! দেবপ্রিয় ভট্টাচার্যের ক্ষোভ

নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, বিশ্বব্যাংকের হিসাবে অন্তর্বর্তী সময়কালে আরও ২৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, যার বড় অংশ নারী। জাতীয় বাজেট প্রণয়ন, করব্যবস্থা সংস্কার, পুঁজিবাজার পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে যথাযথ আলাপ-আলোচনার ঘাটতি এবং স্বচ্ছতার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মানবজমিন

২৪ দিনে হাজারের বেশি পুশইন

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন থামছেই না। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে পুশইন শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৪ঠা মে থেকে শুরু করে গতকাল পর্যন্ত ২৪ দিনে দেশের ১৭টি জেলা দিয়ে ৯৭৫ জনকে পুশইন করেছে। এর বাইরে সুন্দরবন দিয়ে আরও ৭৮ জনকে পুশইন করা হয়েছে। পুশইন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অন্তত চার দফা কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লী এখনো এসব বিষয় নিয়ে কোনো সাড়া দেয়নি। বরং উল্টো গতকালও সিলেট সুনামগঞ্জ জেলা দিয়ে ৮২ জনকে পুশইন করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলা দিয়ে পুশইন করতে গিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। পুশইন বন্ধ না হওয়াতে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে আলোচনার নতুন ইস্যু তৈরি হয়েছে। 

সমকাল

মুরগির বাচ্চা উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা

পোলট্রি শিল্পের গুরুত্বপূর্ণ উপখাত– ব্রিডার খামার ও হ্যাচারিগুলো বড় সংকটে পড়েছে। এক দিন বয়সী ব্রয়লার, লেয়ার এবং কালার জাতের মুরগির বাচ্চার লাগাতার দর পতনের ফলে হাজার হাজার খামার ও হ্যাচারি এখন আর্থিক ক্ষতির মুখে। এই খাতে গত দুই মাসে ৫৩০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে বলে দাবি করেছেন খামারিরা। 

খামার মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দরের চেয়ে দুই-তিন ভাগ কম দামে বাচ্চা বিক্রি করতে হচ্ছে, অথচ উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। এখনই সরকার কার্যকর ব্যবস্থা না নিলে পোলট্রি শিল্পের মূল ভিত্তি ভেঙে পড়তে পারে। যার প্রভাব পড়বে ডিম ও মাংসের বাজারে। হুমকির মুখে পড়তে পারে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা।

কালের কণ্ঠ

পুরনো মডেলেই করের জাল

নিত্যপণ্যের বাজারে অস্বস্তি, সঞ্চয় ভেঙে খাচ্ছে মধ্যবিত্ত শ্রেণি। অন্তর্বর্তী সরকারের কাছে তারা শুনতে চায় আশার বাণী। সরকারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কমিয়েছে বাজেটের আকার।

তবে এখনো স্বস্তির কোনো খবর নেই। উল্টো মধ্যবিত্ত শ্রেণির করের হার দ্বিগুণ করা হচ্ছে। নিরাপদ বিনিয়োগের উৎস সরকারি ট্রেজারি বিলের সুদেও উৎস কর দ্বিগুণ হচ্ছে। মোবাইল ফোন, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, প্রেসারকুকারের মতো পণ্যও হতে পারে আগের চেয়ে ব্যয়বহুল।

যুগান্তর

তাহলে এত গ্যাস যাচ্ছে কোথায়?

একটি টেক্সটাইল মিল চালাতে প্রতিদিন ১৫-২০ পিএসআই গ্যাস প্রয়োজন। অথচ দিনের অধিকাংশ সময় পাওয়া যায় মাত্র এক থেকে দেড় পিএসআই। গ্যাসের চাপ সব সময় ৫ পিএসআই-এর নিচে থাকে। একই অবস্থা প্রায় প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে। এ কারণে দিনের অধিকাংশ সময় কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন শিল্পমালিকরা। অবস্থা এতই বেগতিক যে, দিনের পরিবর্তে রাতে কারখানা চালু রাখতে শ্রমিকদের বাড়তি বেতন দিচ্ছেন কেউ কেউ। যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করা হয়েছে, শিল্পে গ্যাস সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। বাস্তবে গত বছরের তুলনায় এ সময়ে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে ২১ শতাংশ। এর মধ্যে এপ্রিলে বেড়ে প্রায় ৫০ শতাংশ। এছাড়া বলা হয়, ২৮ মে থেকে অতিরিক্ত ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।