তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের আওতায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুন সকাল ১০টা থেকে, চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন সন্ধ্যা ৬টা।
বিজ্ঞাপন
এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষা রাখা হয়নি। পরীক্ষার প্রক্রিয়া হবে তুলনামূলক সরল এবং দ্রুত। প্রার্থীদের প্রথমে অংশ নিতে হবে ২০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায়। এতে উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য।
পিএসসি সূত্রে জানা গেছে, এমসিকিউ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। পরীক্ষায় থাকবে মোট ২০০ নম্বরের প্রশ্ন। এর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি—এই ছয়টি বিষয়ের ওপর থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার বা পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর, যা চিকিৎসকদের ক্ষেত্রে মেডিকেল সায়েন্স বিষয়ে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত বিধিমালার আলোকে পিএসসি এই কাঠামো অনুযায়ী পরীক্ষার আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, লিখিত পরীক্ষা বাদ দেওয়ায় এবং মৌখিক পরীক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা থাকায় এই বিসিএসের ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে। এরপর দ্রুত নিয়োগের সুপারিশ পাঠানো হবে, যাতে চলতি বছরের মধ্যেই নতুন চিকিৎসকরা মাঠে কাজ শুরু করতে পারেন।
পিএসসির ঘোষণা অনুযায়ী, যারা সরকারি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছেন এবং প্রয়োজনীয় পেশাগত কাগজপত্র সম্পন্ন করেছেন, তারা এই বিশেষ বিসিএসে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে।
আরএইচটি/এমএ