চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইমপিরিয়াল হাসপাতালে জোড়া লাগানো যমজ শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। বর্তমানে দুই নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতকানিয়ার বাসিন্দা সুরাইয়া বেগম শিশু দুটির জন্ম দেন। তাদের নাম রাখা হয়েছে রিয়াশাদ জাফর চৌধুরী ও রেনিশ জাফর চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৬ মে নগরের অ্যাপোলো ইমপিরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় যমজ দুই শিশুর। পরদিন ৭ মে জন্মের ২৩ ঘণ্টার মাথায় তিন ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারে তাদের আলাদা করা হয়। বাচ্চার ওজন বাড়ার পাশাপাশি আশঙ্কামুক্ত হওয়ায় এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

চিকিৎসকরা জানায়, গর্ভাবস্থার ২৮তম সপ্তাহে আল্ট্রাসনোগ্রাফিতে শিশুদের জোড়া লাগানোর বিষয়টি ধরা পড়ে। পরে পরীক্ষাতেও বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এক শিশুর রক্ত চলাচল কম থাকায় গর্ভকালেই চিকিৎসা দেওয়া হয়। ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুদের জন্ম হয়। অস্ত্রোপচারে অবেদনবিদসহ ১৮ জন চিকিৎসক অংশ নেন।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া শিশু সার্জন ডা. আদনান ওয়ালিদ বলেন, দুই শিশুর বুক ও পেটের অংশ প্রায় আড়াই ইঞ্চি জুড়ে সংযুক্ত ছিল। শ্বাসনালির কিছু অংশও একসঙ্গে ছিল। ঝুঁকি থাকলেও দ্রুত সিদ্ধান্ত নিয়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এমআর/এসএসএইচ