চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা
চট্টগ্রামে শুরু হয়েছে ব্যবসায়িক ভাবনা ভিত্তিক প্রতিযোগিতা ‘ইস্পাহানি দৃষ্টি বিজনেস আইডিয়া কনটেস্ট : ব্রেইনস্টর্মিং ২০২৫’। বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন ও প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের ১০টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি দল অংশ নিচ্ছে এবারের আয়োজনে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীরা উপস্থাপন করেন বর্জ্য পুনর্ব্যবহারভিত্তিক পরিবেশবান্ধব ও সামাজিক সচেতন ব্যবসায়িক পরিকল্পনা।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ। তিনি বলেন, এই প্রতিযোগিতা কেবল একটি অনুষ্ঠান নয়, বরং তরুণদের বাস্তব সমস্যা সমাধানে এগিয়ে আসার এক অনন্য প্ল্যাটফর্ম। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে চাকরির পেছনে না ছুটে তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে, যা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এমন প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতের সফল স্টার্টআপরা উঠে আসবে। একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় তরুণদের পাশে থাকব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম এরিয়া প্রধান কায়েস চৌধুরী, এ জেড ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ কনসালটেন্টের আহমেদ জিবরান এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী।
দৃষ্টি চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, তিন রাউন্ডের প্রতিযোগিতা শেষে মোট ছয়টি দলকে নির্বাচিত করা হবে ফাইনালের জন্য। আগামী ৩১ মে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ ও বাস্তব সমস্যা সমাধানে উৎসাহিত করতেই এ আয়োজন। ইস্পাহানি চা-এর পৃষ্ঠপোষকতায় এবং দৃষ্টি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ১৩ বছর ধরে নিয়মিত আয়োজিত হচ্ছে এ ধরনের প্রতিযোগিতা। বিচারক হিসেবে থাকছেন কর্পোরেট জগতের শীর্ষ ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও শিক্ষাবিদরা।
এমআর/এসএসএইচ