চট্টগ্রামে ‘তদবির’ ছাড়াই নিয়োগ পেলেন ১০৬ কনস্টেবল
চট্টগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ১০৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। মেধা, শারীরিক যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। জেলা পুলিশের পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত ফল ঘোষণা করেন চট্টগ্রামের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. সাইফুল ইসলাম সানতু।
বিজ্ঞাপন
এর আগে সকাল ১০টায় নিয়োগ পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ ১৪৫ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মেধাক্রম অনুযায়ী ১০৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, টিআরসি নিয়োগের প্রতিটি ধাপ– শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে। যোগ্যতা ও সততার ভিত্তিতেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের তদবির বা প্রভাব কাজ করেনি।
ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনেক প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিম, কক্সবাজার জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার এবং বান্দরবানের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর।
এমআর/এসএসএইচ