জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।

কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এসএইচআর/এসএসএইচ