প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক চলছে। 

শুক্রবার (৩০ মে) সকালে  টোকিওতে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। 

উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।

এমএসআই/এসআইআর