আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর শাহজাহানপুরে বসেছে কোরবানির পশুর হাট। খিলগাঁও, বাসাবো, শান্তিনগর, শহীদবাগ ও শান্তিবাগসহ আশপাশের এলাকার কোরবানির পশুর চাহিদা মেটাতে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গায় এ হাট বসানো হয়েছে। ঈদের ৭ দিন বাকি থাকলেও বিক্রি তেমন জমে ওঠেনি।

শুক্রবার (৩০ মে) বিকেলে শাহজাহানপুর পশুর হাট ঘুরে দেখা গেছে, মাঠের প্রবেশমুখে হাটের ইজারাদারের  তদারকি কক্ষ বসানো হয়েছে। পাশেই রয়েছে পশু নামানোর দুটি পার্কিং র‍্যাম্প। ট্রাক থেকে একের পর এক কোরবানির পশু নামানো হচ্ছে সেখানে।

হাটজুড়ে দেখা গেছে, মাঠের প্রায় এক-তৃতীয়াংশ জায়গা ইতোমধ্যে গরুতে পূর্ণ হলেও বাকি অংশ এখনো ফাঁকা। আশপাশের কলোনি ও ভবনের পাশে খালি জায়গাতেও পশু রাখার প্রস্তুতি রয়েছে, তবে সেসব জায়গাও এখনো অনেকটাই খালি।

কুষ্টিয়ার খামার ‘ছাকিন এগ্রো’ হাটে এনেছে ২৪টি গরু। তাদের একজন কর্মী ঢাকা পোস্টকে বলেন, আমরা গত পরশুদিন এখানে এসেছি। তবে এখনো কোনো গরু বিক্রি হয়নি। বিক্রির মত দাম হয়েছে, কেউ কিনছে না। 

ঝিনাইদহ থেকে যৌথভাবে ১৭টি গরু এনেছেন পাঁচ বিক্রেতা। তাদের একজন হামিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে সর্বনিম্ন ১ লাখ ৩০ হাজার থেকে এক সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার টাকার মধ্যে গরু পাওয়া যাবে। এখনো কোনো গরু বিক্রি হয়নি। যেহেতু সময় আছে, আমরা আশা করছি সবগুলোই বিক্রি করে যেতে পারবো।

কুষ্টিয়ার আরেক ব্যবসায়ী সুমন ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন সাইজের ৪৫টি গরু আনার পরিকল্পনা আছে। এখন পর্যন্ত ১৫টি গরু আনা হয়েছে। 
আমার এখানে থাকা সবচেয়ে ছোট গরুর গোশতের ওজন হবে ১০০ কেজি। এই গরুটি আমরা ১ লাখ ৫ হাজার টাকা চাচ্ছি। এছাড়া এখন পর্যন্ত আসা গরুগুলোর মধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকা দামের গরু রয়েছে। তবে কোন গরুই এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি।

এদিকে হাটের প্রধান দর্শনার্থী এখন আশপাশের কলোনির বাসিন্দারা।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের পাশে এই হাটের ইজারা পেয়েছে সিকদার কনস্ট্রাকশন। হাটের ইজারা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা।

/এমএইচএন/এমএসএ