স্থল নিম্নচাপটি উত্তর এবং উত্তরপূর্ব দিকে এগিয়ে সুস্পষ্ট লঘুচাপ হয়ে শেরপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এবং সমুদ্রবন্দরগুলোর ওপর ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এখনও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের সই করা বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে শেরপুর ও মেঘালয় অঞ্চলে পৌঁছেছে। এটি আরও অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। যার ফলে এসব অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপটি দুর্বল হয়ে পড়লেও সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা এখনো রয়েছে। ফলে সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরএইচটি/জেডএস