দুটি ঋণ ও একটি অনুদান সহায়তা চুক্তিতে সই করেছে জাপান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে দেশটি বাংলাদেশের সঙ্গে দুটি ঋণ ও একটি অনুদান সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছে।
সরকারপ্রধানের জাপান সফর শেষে রোববার (১ জুন) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ মে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি এবং টোকিওতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ড. ইউনূসের উপস্থিতিতে দুটি ঋণ ও একটি অনুদান সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেন। যার মধ্যে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে ৬০ বিলিয়ন জাপানি ইয়েন, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৯২ বিলিয়ন জাপানি ইয়েন এবং মানব সম্পদ উন্নয়নে বৃত্তি সহায়তা হিসেবে ৬০৬ মিলিয়ন জাপানি ইয়েন অনুদান সহায়তা চুক্তি রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাপান বলছে, ড. ইউনূসের টোকিও সফরকে কাজে লাগিয়ে উভয়পক্ষ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে।
এনআই/এমএ