প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

কোভিডের অর্থবছর বাদ দিলে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমেছে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সবচেয়ে কম। টানা তিন অর্থবছর ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশে। ১৯৮৬ সালের পর দেশে কখনোই টানা তিন বছর মূল্যস্ফীতি এত বেশি ছিল না।

উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় টানা ৩৯ মাস ধরে কম, ফলে মানুষের প্রকৃত আয় কমেছে। বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান কমে গেছে সব খাতে, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি এখন গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে খাদ্যনিরাপত্তাও শঙ্কার মধ্যে। আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থায় আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংকের পরিস্থিতি নাজুক। বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

দেশ রূপান্তর

বিলাসহীন চমকহীন বাজেট আজ

২০২৫-২৬ অর্থবছরে অনেকটা বিলাসহীন-চমকবিহীন বাজেট ঘোষণা আজ সোমবার। জুলাই অভ্যুত্থানের পর অস্থির সময়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এই বাজেট সংকোচনমূলক। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার কমানো হচ্ছে। এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। তবে আগের বাজেটগুলোর কাঠামোর ওপর ভিত্তি করেই আসছে নতুন বাজেট।

সমকাল

মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ

অন্তর্বর্তী সরকার আজ সোমবার আগামী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করছে। বাজেট এলে বেশির ভাগ মানুষের মাথায় প্রথম প্রশ্ন আসে– জিনিসপত্রের দাম  বাড়বে না-তো। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষাই তাঁর জন্য মূল চ্যালেঞ্জ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে তাঁর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ধীরগতি এবং এনবিআরে অস্থিরতার প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ নিয়ে তাঁর চিন্তাটা হয়তো বেশিই থাকবে। আজ সোমবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে তাঁর বক্তব্য একযোগে প্রচার করা হবে। 

দেশ রূপান্তর

কেএনএফ নিয়ে উদ্বেগ বাড়ছে

চট্টগ্রাম শহরে নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক জব্দের ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। গত ২৫ দিনে (৩ থেকে ২৭ মে) নগরের দুটি পোশাক কারখানা, গুদাম ও একটি ভবন থেকে তিনটি পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে কেএনএফের ৪৭ হাজার ৮৫টি পোশাক জব্দের এবং ৩১৫ ফুট দৈর্ঘ্যরে কাপড় (কেএনএফের পোশাকের) জব্দ করেছে পুলিশ।

যুগান্তর

কর অব্যাহতিতে লাগাম

উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী প্রবৃদ্ধি ও বিনিয়োগে আস্থাহীনতার মধ্য দিয়ে চলছে দেশের সার্বিক অর্থনীতি। অস্থিতিশীল রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই মূলত আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি রাজস্ব আহরণে নাজুক অবস্থা হলেও আইএমএফ-এর শর্তের চাপ থেকে বের হতে পারছে না এনবিআর। এমন বৈরী পরিবেশে আজ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ (অনুদানসহ) ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) আকার ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

সমকাল

প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হচ্ছে, অব্যাহতি পাচ্ছে এলএনজি

অন্তর্বর্তী সরকার আগামীকাল সোমবার ঘোষণা করতে যাচ্ছে নতুন অর্থবছরের বাজেট। এবারের বাজেটে সরকার কিছু পণ্য ও সেবায় ভ্যাট দ্বিগুণ করছে। কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে।  কমানোও হচ্ছে কিছু ক্ষেত্রে। বেশ কিছু পণ্যের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কমছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে ভ্যাট অব্যাহতি দিতে যাচ্ছে এলএনজি আমদানি পর্যায়ে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

কালের কণ্ঠ

সেই তিন মন্ত্রীর পেটে রেল

পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে বাংলাদেশ রেলওয়েতে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। সেই বিনিয়োগের সঙ্গে সঙ্গে দুর্নীতিও তরতর করে তুঙ্গে উঠেছিল। রেলের ইঞ্জিন ও ট্রেন কেনা, এমনকি করোনাকালে সুরক্ষাসামগ্রী কেনায়ও দুর্নীতি হয়। মেগাপ্রজেক্টগুলোতে ব্যয় বাড়িয়ে অর্থ লোপাটের মচ্ছব চলেছে।

আজকের পত্রিকা

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের ইঙ্গিত

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করা হতে পারে বলে আন্দোলনরত কর্মচারী নেতাদের আভাস দিয়েছেন সরকারের দুজন উপদেষ্টা। চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

কালের কণ্ঠ

শিল্পে গ্যাসসংকট কাটেনি

চলমান গ্যাসসংকটসহ নানা কারণে ক্ষতির মুখে রয়েছে দেশের শিল্প খাত। দীর্ঘদিন ধরেই চাহিদামতো গ্যাস মিলছে না শিল্প-কারখানাগুলোতে। গ্যাসসংকটে তাদের উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

বণিক বার্তা

কাস্টমসের কলমবিরতি ও ঈদের দীর্ঘ ছুটিতে বড় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

এ অচলাবস্থার রেশ না কাটতেই শুরু হচ্ছে ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ছুটির মধ্যে পণ্য ওঠানামার (লোডিং-আনলোডিং) কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখলেও ব্যাংক বন্ধ থাকায় শুল্ক পরিশোধ করে পণ্যের চালান খালাস নিতে পারবেন না ব্যবসায়ীরা। ফলে ড্যামারেজ ও কনটেইনার ভাড়া বাবদ বাড়তি খরচ গুনতে হবে। অন্যদিকে কারখানার জন্য নির্ধারিত সময়ে কাঁচামাল হাতে না পেয়ে উৎপাদন সীমিত কিংবা বন্ধ রাখতে হবে শিল্পোদ্যোক্তাদের।

ইত্তেফাক

নগদ পরিচালনা নিয়ে কেন এই অস্থিরতা?

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ পরিচালনা নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক এটা পরিচালনা করবে? নাকি ডাক বিভাগ পরিচালনা করবে? তা নিয়েই মূলত এই অস্থিরতা। যদিও উচ্চ আদালত কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করেছে। তবুও কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মনে করছে, এই প্রতিষ্ঠানের ৫১ শতাংশ রেভিনিউ শেয়ার পায় ডাক বিভাগ। ফলে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাক অধিদপ্তরেরই এটা পরিচালনা করা উচিত। ডাক বিভাগ ইতিমধ্যে নগদের জন্য একজন সিইও নিয়োগ দিয়েছে। ৯ কোটি গ্রাহকের প্রতিষ্ঠান ‘নগদে’ অস্থিরতা বিরাজ করলে এর সুফল পায় ‘বিকাশ’।

কালবেলা

মাঝপথে বন্ধ ৭ হাজার কোটির ৬ প্রকল্প!

মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নেওয়া ৭ হাজার ২৫৪ কোটি টাকা ব্যয়ের ছয়টি মেগা প্রকল্প শেষ না করেই মাঝপথে বন্ধের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে নেওয়া এসব প্রকল্পের মধ্যে কয়েকটির অগ্রগতি মাত্র ১০ থেকে ২০ শতাংশ। এ প্রকল্পগুলো বর্তমান অবস্থাতেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৯টি প্রকল্প চলমান। এসব প্রকল্পের অনুকূলে মোট ১ হাজার ৪২৩ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও গত বছরের আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৫৩৩ কোটি ৪৪ লাখ টাকা, যা মোট বরাদ্দের দশমিক ৩৭ শতাংশ।