ঈদুল আজহায় গ্রাহকদের জন্য যে বার্তা দিলো ডেসকো
ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের জরুরি বার্তা দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
সোমবার (২ জুন) এক বার্তায় ডেসকো জানায়, পবিত্র ঈদুল আজহার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞাপন
ওই বার্তায় ডেসকো তাদের গ্রাহককে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগামী ৭ জুন পবিত্র ইদুল আজহা। এ উপলক্ষ্যে ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থে খোলা থাকবে।
এমএন