অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে বিদেশিরা বিভিন্ন সময় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানতে চান। আর তিনি সরকারের অবস্থান নিয়ে বিদেশিদের জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করে, অনেকে জানতে চান। বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন নির্বাচনের বিষয়টা কী। তখন সরকারের যে অবস্থান সবসময় আমরা সেটা উল্লেখ করি। সেটা হলো, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে।

মার্কিন ভিসায় কড়াকড়ি

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ জানান, এ ব্যাপারে কী কারও কিছু করার আছে? কারও আসলে কিছু করার নেই। এটা আমাদের চেষ্টা করতে হবে, যেন আমাদের ছাত্ররা এ অবস্থায় না পড়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত সেটাতো তাদের দেশের ভেতরের সিদ্ধান্ত তারা নেবে, আমাদের কিছু করার নেই।

সম্প্রতি মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক কূটনৈতিক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই (আবেদনকারীদের) জোরালো করা হবে। এটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এনআই/এমজে