চট্টগ্রাম নগরের মাদারবাড়ি ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পাঁচ ব্যক্তিকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (৩ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পূর্ব মাদারবাড়ির জাফর বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ তারিখ আগেভাগে বসানো এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ মেলে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কদমতলী এলাকায় রাস্তায় নির্মাণসামগ্রী ও তাল স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে আদায় করা হয় আরও ১১ হাজার টাকা জরিমানা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন কিংবা নগরবাসীর চলাচলে বাধা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমএ